‘আমরা যেন আলাদা না করি– জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা... প্রতিটি ম্যাচই আন্তর্জাতিক ম্যাচ’– সিরিজ শুরুর আগে এমন কথাই বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে চ্যালেঞ্জ জানাতে পারে এমন একটা আভাসও দিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাঠের ক্রিকেটে তার দলের সতীর্থরা যেন সেই কথার মান রাখতেই বেশ ব্যস্ত। টেস্টের প্রথম দিনে শীর্ষ ব্যাটারদের প্রত্যেকেই হতাশ করেছেন দর্শকদের। ব্লেসিং মুজারাবানি-ওয়েলিংটন মাসাকাদজাদের বোলিং তোপে চা বিরতির পর শেষ স্বাগতিকদের ইনিংস।
সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয়েছিল স্রেফ ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। দুই যুগ পর এসে সেই অতীতে ফিরে গেল শান্ত মিরাজরা। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে ৬১ ওভারে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এক মুমিনুল হকের ফিফটি ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।
বিস্তারিত আসছে...
ঠিকানা/এএস