Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বাবর-রিজওয়ানদের জন্য নতুন কোচের সন্ধানে পিসিবি

বাবর-রিজওয়ানদের জন্য নতুন কোচের সন্ধানে পিসিবি ছবি : সংগৃহীত
ক্রিকেটে একেবারেই সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ঘরের মাঠেও ব্যর্থ হয়েছে দলটি। আগের দুটি আইসিসি ইভেন্টেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাবর-রিজওয়ানরা। তাই প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলানো আকিব জাভেদের কার্যকারিতা নিয়ে। এই অবস্থায় নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ এখন হাই-পারফরম্যান্স ইউনিটের পরিচালকের ভূমিকায় আগ্রহ প্রকাশ করছেন। তাই আপাতত সেখানেই দেখা যেতে পারে তাকে। তবে নতুন কাউকে বাবরদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরই সেখানে ফিরবেন তিনি।

এদিকে কোচ খোঁচার মিশনে নেমেছে পাকিস্তান। এক্ষেত্রে জাতীয় বা ঘরোয়া ক্রিকেটে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লেভেল-৩ যোগ্য কোচদের আবেদন করতে আহ্বান জানিয়েছে পিসিবি।

এর আগে, গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে সরিয়ে পাকিস্তান দলের দায়িত্ব নেন আকিব জাভেদ। তার অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে পাকিস্তান দল। তবে সেখানে প্রত্যাশা মেটাতে পারেনি দলটি। এরপর নিউজিল্যান্ড সফরেও ব্যর্থ হয়েছে দলটি। যে কারণে আকিব জাভেদের বাদ পড়তে যাওয়া এক রকম নিশ্চিতই ছিল। এখন সে পথেই হাঁটতে যাচ্ছে পিসিবি।

তবে সূত্রের খবর, প্রধান কোচের পদ থেকে আকিবকে সরিয়ে দিলেও হাই-পারফরম্যান্স সেন্টারের পরিচালকের পদ গ্রহণ করতে পারেন তিনি। কেননা, পাকিস্তান ক্রিকেটে তার সম্পৃক্ততা অব্যাহত রাখতে আগ্রহী পিসিবি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স