লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে ছিল বার্সা। সেখান থেকে শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এমন অবিশ্বাস্য জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। ১৯ এপ্রিল (শনিবার) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ১২ মিনিটে ইনিয়েগো মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। মাত্র ৩ মিনিট পরেই গোল করে সেল্টাকে সমতায় ফেরান ইগলেসিয়াস।
ম্যাচের ৫০ মিনিট পর এগিয়ে যায় সেল্টা ভিগো। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের একটি ভুলের সুযোগ নিয়ে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে সেল্টাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইগলেসিয়াস। ৫৯ মিনিটে কাছাকাছি গিয়েও ব্যবধান বাড়াতে পারেনি সেল্টা। তবে ৬২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে সেল্টাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে জয়ের মঞ্চ তৈরি করে ফেলেন ইগলেসিয়াস, যা বার্সাকে লা লিগায় বছরের এই প্রথম হারের শঙ্কায় ফেলে দেয়।
একাদশের বাইরে রাখা লামিনে ইয়ামাল ৫৯ মিনিটে মাঠে নামার পর দলের খেলার গতি বাড়ে। ৬৪ মিনিটে দানি ওলমো এক গোল শোধ করে ব্যবধান ৩-২ করেন। এর মাত্র ৪ মিনিট পর ৬৮ মিনিটে সেই ইয়ামালের সহায়তাতেই গোল করে বার্সাকে ৩-৩ সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। সমতা ফেরানোর পর বার্সার খেলা আত্মবিশ্বাসের ছাপ দেখা যায়। জয়ের জন্য একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা।
অন্যদিকে সেল্টার লক্ষ্য ছিল প্রতি-আক্রমণ থেকে আরেকটি গোল আদায় করা। তবে শেষ হাসিটা হেসেছে বার্সাই। ম্যাচের একদম শেষ মুহূর্তে যোগ করা সময়ে দানি ওলমো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে জয়সূচক চতুর্থ গোলটি করেন রাফিনিয়া, নিশ্চিত হয় বার্সার অবিশ্বাস্য ৪-৩ গোলের জয়। এই দুর্দান্ত জয়ের পর ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬।
ঠিকানা/এএস