Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নিজের জন্মদিনে মেয়ের নাম জানালেন রাহুল

নিজের জন্মদিনে মেয়ের নাম জানালেন রাহুল ছবি : সংগৃহীত
তেত্রিশ পেরিয়ে ৩৪ বছরে পা দিয়েছেন কেএল রাহুল। এমন খুশির দিনে ভক্ত-সমর্থকদের সামনে প্রথমবার কন্যাসন্তানকে সামনে এনেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ক্রিকেটার রাহুল ও আথিয়া শেঠি যৌথভাবে জানিয়েছেন মেয়ের নাম। ছবিতে দেখা যাচ্ছে রাহুলের কোলে তার কন্যা ইভারা, পাশেই ফ্রেমেবন্দি বলিউড অভিনেত্রী আথিয়া।

ছবিতে দেখা যায়, রাহুল তার ছোট্ট ইভারাকে বুকে জড়িয়ে ধরে আছেন আর আথিয়া মুগ্ধভাবে তাকিয়ে আছেন তাঁদের কন্যার দিকে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আমাদের কন্যা, আমাদের সবকিছু। ইভারা যার অর্থ ঈশ্বরের উপহার।’

২০২৩ সাল থেকে আজ—দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দেওয়ার দুই বছর পেরিয়েছে। আরও একটি জায়গায় সম্পর্ক হয়েছে পরিণত। রাহুল-আথিয়া দম্পতির ঘরে এখন নতুন সদস্য।

সুখবর কয়েকদিন আগেই দিয়েছিলেন আথিয়া। রাহুলও নিয়েছিলেন ছুটি। পাওয়ার কাপল হিসেবে দম্পতির ঘরে এবারই এসেছে প্রথমবার সন্তান। এরমাঝে, অভিনয় ছেড়ে দূরে আছেন আথিয়া। ভারতের জাতীয় দলে জায়গা আবারও পোক্ত করেছেন রাহুল। আইপিএলে দাপুটে ফর্মে আছেন রাহুল।

চার বছরের সম্পর্ক ছিল রাহুল-আথিয়ার। সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে বসেছিল বিয়ের আসর। সেই বন্ধনের দুই বছর পূর্তি হয়েছে কিছুদিন আগে। ঈশ্বরের উপহার পেয়ে পূর্ণতাও পেয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স