দারুণ জয়ে এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার (১৮ এপ্রিল) এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ।
বৃষ্টিস্নাত ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এল দ্বিতীয় কোয়ার্টারে। কাজাখস্তান দ্রুতই সমতা ফেরাল। তবে তৃতীয় কোয়ার্টারে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশ তুলে নিল দাপুটে জয়।
পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল-রাকিবুলরা। অবশেষে পেনাল্টি কর্নার থেকেই ২৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এর একটু পরই মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট।
৩০ মিনিটে কাজাখস্তান ম্যাচে সমতা ফেরায়। ৩৮ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। পরের মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৩-১। ৪৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। ম্যাচ শেষের এক মিনিট আগে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।
আগামী রোববার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা।
ঠিকানা/এনআই