Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় ১৫৫ বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক

মালয়েশিয়ায় ১৫৫ বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার ট্যুরিজম ও রাতের শহর হিসেবে পরিচিত বুকিত বিন্তাং জালান এম বিতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় বাংলাদেশিসহ ৫০৬ জন অনিবন্ধিত কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

অভিযানটিতে ১৮৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাড়াও নেপালের ১৪২ এবং ইন্দোনেশিয়ার ১০৯ জনসহ ভারতীয় ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন।

সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৩৮৭০টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫২৩১৮ জনের কাগজপত্র চেক করে ২২,৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের পাশাপাশি অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স