চলমান আইপিএলে চরম ফ্লপ রোহিত শর্মা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৮৪ রান করেছেন তিনি। এমন ফ্লপ রোহিতকে দেখে তাই ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তো বলেই দিয়েছেন, রোহিতের অবসর নেওয়ার সময় হয়ে গেছে। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের ৪ উইকেটে জয়ের ম্যাচে ২৬ রানে আউট হন রোহিত শর্মা। ম্যাচ শেষে ক্রিকবাজে শেবাগ বলেন, ‘রোহিতের অবসরের সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেওয়া উচিত ভক্তদের, যা মনে রাখার মতো হয়—এমন কিছু যা মানুষকে ভাবায়, ‘ওকে এখন বাদ দিচ্ছে না কেন?’
এরপর রোহিতের পরিসংখ্যান তুলে ধরে শেবাগ বলেন, ‘যদি আপনি গত ১০ বছরে রোহিতের আইপিএলের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন ও মাত্র একবারই ৪০০ রানের বেশি করেছে। অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যে ভাবে তাকে ৫০০ বা ৭০০ রান করতেই হবে। কিন্তু যদি রোহিত ভাবে, তাহলে হয়তো করতেও পারে।’ 
ভারতের সাবেক ওপেনার আরও বলেন, ‘যখন ও ভারতের অধিনায়ক হয়, তখন বলেছিল সে এমন একজন খেলোয়াড় হতে চায় যে পাওয়ার প্লেতে সুযোগ নেবে, ঝুঁকি নেবে—সব আত্মত্যাগ নিজে করতে চায়। কিন্তু সে এ বিষয়টা বিবেচনা করছে না, যখন নিজে পারফর্ম করছে না, তখন ওর নিজের লিগ্যাসিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ 
রোহিতের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলে শেবাগ বলেন, ‘আর ১০টা বল নাও, কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও। বারবার ও ব্যাক-অব-দ্য-লেংথ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে। তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে, এক ইনিংসে ও একবারও পুল শট খেলবে না। কিন্তু কে রোহিতকে এটা বুঝিয়ে বলবে? কারও তো থাকা উচিত যে রোহিতকে বলতে পারে, সাধারণ ক্রিকেট খেলো। যখন আমি খেলতাম, তখন শচীন, দ্রাবিড় বা গাঙ্গুলিরা আমাকে বলত—সাধারণ ক্রিকেট খেলো।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
