Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নেইমার উন্মাদনায় সৌদি আরবে জার্সি কেনার হিড়িক

নেইমার উন্মাদনায় সৌদি আরবে জার্সি কেনার হিড়িক নেইমারের জার্সি কিনছেন আল হিলালের সমর্থকরা। ছবি : এএফপি
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার প্রথম দিনেই রেকর্ড জার্সি বিক্রি করেছিল পিএসজি। একদিনে এক মিলিয়ন ডলারের জার্সি বিক্রি করেছিল ক্লাবটি। এবারও তেমন কিছুই হয়তো হতে যাচ্ছে। নেইমারের আল হিলালে যোগ দেওয়ার খবরে জার্সি কেনার ধুম লেগেছে আল হিলালের স্টোরগুলোতে।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন নেইমার। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগণিত ভক্ত। তাকে নিয়ে বাড়তি আগ্রহ আছে ফুটবলপ্রেমীদের। সেই কারণেই আল হিলালের স্টোরগুলোতে জার্সি কেনার হিড়িক পড়েছে।

সৌদি প্রো লিগের অন্যতম প্রভাবশালী ক্লাব আল হিলাল। সেই ক্লাবটির অন্যতম বড় তারকা এখন নেইমার। নিজের পছন্দের ১০ নম্বর জার্সি পরেই মাঠ মাতাবেন ব্রাজিলের এই তারকা। সৌদি আরবে গিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন নেইমার। এবার জমকালো আয়োজনের মাধ্যমে নেইমারকে বরণ করে নেবে সৌদির ক্লাবটি।

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য। চুক্তির অঙ্কটা নয় কোটি ইউরো, সঙ্গে বোনাস তো থাকছেই। বিবিসির খবর অনুযায়ী, পিএসজিতে বছরে দুই কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন নেইমার। সৌদি আরবে বছরে নেইমার আয় করবেন ১৫ কোটি ইউরো, যা পিএসজির চেয়ে ছয় গুণ বেশি।

বড় তারকাদের প্রো লিগে খেলার শুরুটা ক্রিস্টিয়ানোর রোনালদোর হাত ধরে। গত বছরের ডিসেম্বরে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন তিনি। এরপর একে একে করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকা ফুটবলাররাও পাড়ি জমিয়েছেন প্রো লিগে। এতসব তারকার ভিড়ে সৌদি লিগের জনপ্রিয়তা যে হু হু করে বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স