যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষাকে নিয়ে আগামী সপ্তাহে ইতালি ও ভারত সফরে যাচ্ছেন। ১৬ এপ্রিল (বুধবার) জেডি ভ্যান্সের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেডি ভ্যান্সের মুখপাত্র সিবিএস নিউজকে বলেছেন, ইতালিতে ইস্টারের আগের পবিত্র সপ্তাহ (হলি উইক) পালনের পর তারা ভারতে যাবেন। তার এই সফর শুরু হবে ১৮ এপ্রিল এবং শেষ হবে ২৪ এপ্রিল। ভ্যান্স তার তিন সন্তানকেও এই সফরে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সফরকালে তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করবেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারত সফরকালে ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া ঝুলছে ভারতের ওপরে। এমন পরিস্থিতির মধ্যে ভারত সফরে আসছেন জেডি ভান্স।
খবরে বলা হয়েছে, শুল্ক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারত সফরকালে ভ্যান্স পরিবার জয়পুর এবং আগ্রাও পরিদর্শনে যাবেন। সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ঠিকানা/এসআর