Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ইসরায়েলি আগ্রাসনে এক মাসে বাস্তুচ্যুত ৫ লক্ষাধিক ফিলিস্তিনি

ইসরায়েলি আগ্রাসনে এক মাসে বাস্তুচ্যুত ৫ লক্ষাধিক ফিলিস্তিনি
ইসরায়েলের নতুন করে চালানো সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় পাঁচ লাখ মানুষ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ১৬ এপ্রিল (বুধবার) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। গাজার স্বাস্থ্য বিষয়ক সূত্র জানায়, বুধবার সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল কর্তৃক লঙ্ঘিত হওয়ার পর থেকেই এই ব্যাপক সংখ্যক বাস্তুচ্যুতি ঘটেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ কঠোর ভাষায় ঘোষণা করেছেন, তাদের দেশ একটি ‘স্পষ্ট নীতি’ অনুসরণ করছে। এই নীতির মূল উদ্দেশ্য হলো হামাসকে চাপে রাখতে গাজায় সব প্রকার মানবিক সাহায্য প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রাখা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েল গত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো প্রকার ত্রাণসামগ্রী প্রবেশ করতে দেয়নি, যা দেশটির পক্ষ থেকে আরোপিত দীর্ঘতম অবরোধের একটি। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী গাজার সাধারণ মানুষের উপর দমন-পীড়ন আরও জোরদার করেছে এবং প্রতিদিনই নতুন নতুন হামলার ঘটনা ঘটছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মাস ধরে চলমান এই সংঘাতে নারী ও শিশুসহ মোট ৫১ হাজার ২৫ জন গাজাবাসী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালালে এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি সরকারের ভাষ্যমতে, হামাসের সেই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছিলেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স