Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ঠিকানা-রিভার-এর সজ্জিত ফ্লোট

প্যারেডে নায়ক জায়েদ খান

প্যারেডে নায়ক জায়েদ খান সংগৃহীত
জ্যাকসন হাইটসে এবারের বাংলাদেশ ডে প্যারেডে ভিন্নমাত্রা যোগ করেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান এবং প্রবাসী কমিউনিটির জনপ্রিয় পত্রিকা ঠিকানা ও রিভারটেল টেলিকম কোম্পানি।
প্রতিবছরের মতো এবারো প্যারেডেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত, বর্ণিল ও উৎসবমুখর। তবে দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাসের জন্ম দেয় জায়েদ খানসহ দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীদের সরব উপস্থিতি। তাদের সবাইকে ঘিরে ছিল প্রচুর ভক্তের ভিড়- অনেকে ছবি তুলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং স্বল্প সময়ের আলাপচারিতাতেও পেয়েছেন অনাবিল আনন্দের ছোঁয়া।
এবারের প্যারেডে অন্যতম দৃষ্টিনন্দন উপস্থাপনা ছিল ঠিকানা, রিভারটেল ও রিভার-পে’র যৌথভাবে সজ্জিত বিশেষ ফ্লোট। বাংলাদেশের লাল-সবুজ পতাকা, লোকজ মোটিফ এবং ঐতিহ্যবাহী সংগীতের মিশেলে ফ্লোটটি হয়ে ওঠে প্রবাসে দেশের এক গর্বিত প্রতিনিধি। ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই ফ্লোট ছিল প্রবাসজুড়ে বাংলাদেশি চেতনার এক নান্দনিক বহিঃপ্রকাশ।
জায়েদ খান বলেন, প্রবাসেও বাংলা ভাষা, সংস্কৃতি এবং সিনেমার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি সত্যিই আবেগাপ্লুত। এই ভালোবাসা আমাদের সামনে এগিয়ে চলার পথকে আরো অর্থবহ করে তুলবে।
বাংলাদেশ ডে প্যারেড ছিল শুধু একটি দিনের উৎসব নয়- এটি ছিল প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, শিকড়ের টান, সংস্কৃতির গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রিয় মাতৃভূমির পরিচয় পৌঁছে দেয়ার এক উজ্জ্বল উদাহরণ।

কমেন্ট বক্স