Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

সাংবাদিক সৌমিত্র দেব আর নেই ছবি : সংগৃহীত
কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব বলেন, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। আজ সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০–এর বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন।

সৌমিত্র দেবের মৃত্যুতে শোক প্রকাশ করেন শিশু একাডেমির সাবেক মহাপরিচালক আনজীর লিটন। তিনি বলেন, সৌমিত্র দেব কিশোর বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন প্রগতিশীল মানুষ। 

আরেক কবি দিলদার হোসেন বলেন, সৌমিত্রের অকালমৃত্যু হয়েছে। সৌমিত্র পরপোকারী ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স