Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে আলোচনা

‘দ্রুত নির্বাচন দিলে ড. ইউনূস স্মরণীয় হয়ে থাকবেন’

‘দ্রুত নির্বাচন দিলে ড. ইউনূস স্মরণীয় হয়ে থাকবেন’
জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে গণতন্ত্র, বৈষম্যহীনতা ও সবক্ষেত্রে মেধার প্রয়োগ। ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত নির্বাচন দিবেন, তিনি তত স্মরণীয় মানুষ হয়ে থাকবেন ইতিহাসে। এসব কথা বলেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরো বলেন, ড. ইউনূস গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারপ্রধান হলেও এটা কিন্তু নির্বাচিত সরকার নয়। তিনি যদি দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকেন, তাহলে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, সেই আশঙ্কা তৈরির দিকে নিজেই হাঁটবেন।

১৫ এপ্রিল মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরাসরি সম্প্রচারিত হয় টকশোটি। ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন উপস্থাপিত এই আয়োজনে দেশের সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন দুই অতিথি।

দীর্ঘসময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা থাকলে- তা ড. মুহাম্মদ ইউনূসের জন্য ভালো কিছু হবে না, এই মত দিলেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার মাসুদ কামালও। তিনি আরো বলছেন, শেখ হাসিনা গত ১৫ বছর নানাভাবে ড. ইউনূসকে হয়রানি করেছে, নিপীড়ন করেছে, তার বদনাম ছড়াতে চেয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নিজের সুনাম অক্ষুন্ন রাখতে পেরেছেন শান্তিতে নোবেলজয়ী উন্নয়ন ব্যক্তিত্ব ড. ইউনূস। কিন্তু তিনি যদি ক্ষমতার মেয়াদ যৌক্তিক সময়ের চেয়ে বেশি থাকেন, তাহলে তার সুনাম আর ধরে রাখতে পারবেন না- এমনটাই মনে করছেন মাসুদ কামাল।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে থাকতে কোন ধরনের সংস্কার বাস্তবায়ন করা দরকার- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজনীতি বিশ্লেষক আব্দুন নূর তুষার বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করতে হবে। যাতে সংসদ সদস্যরা ফ্লোর ক্রসিং করে নিজ দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারেন। এছাড়া নির্বাচন কমিশনকে এমন ক্ষমতা দিতে হবে, যাতে কোনো সংসদ সদস্য আইন লঙ্ঘন করলে সরাসরি তাকে পদ থেকে সরিয়ে দিতে পারে তারা। কোনো প্রার্থী নির্বাচনী ব্যয়ের সীমা পার করে ফেললে তাকে ইসি সরাসরি শাস্তি দিবে, এমন ক্ষমতা দিতে হবে। এখন কমিশন শুধু শোকজ করতে পারে। কোনো রায় সরাসরি নিজে দিতে পারে না। অনেকক্ষেত্রেই তাদের আদালতের ওপর নির্ভর করতে হয়। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন ডা. আব্দুন নূর তুষার।

তবে সংস্কার হলেই যে জাদুর মতো রাতারাতি সবকিছু বদলে যাবে, তা মনে করেন না জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলছেন, ‘এমন কোনো সংস্কার নাই, যা দিয়ে ম্যাজিকের মতো কাজ হবে, কোনোদিন ফ্যাসিবাদ আসবে না। আসলে সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার কারা অনুসরণ করবে তারা। সেটা ভেবে সংস্কারটা করতে হবে।’

কমেন্ট বক্স