Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার 

পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার 
দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠক। আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। বৈঠকে অংশ নিতে আগামীকাল ১৬ এপ্রিল (বুধবার) দুপুরে ঢাকা আসছেন পাকিস্তানের আম্মা বালুচ। 

খসড়া সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। মধ্যহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তাঁর সম্মানের রাজধানীর বারিধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা এবং পাকিস্তানি ডায়াসপরা যোগ দেবেন। 

দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স