Thikana News
২২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা

হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা ছবি : সংগৃহীত
সৌদি আরবে ২০২৫ সালে হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের জন্য নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার। নতুন নিয়মে দেশটির সরকার জানিয়েছে, বৈধ নথি বা পারমিট ছাড়া যারা সৌদি আরবে যাবেন, তাদের মক্কার কোনো হোটেল, মোটেল, রেস্টহাউস বা স্থানীয় বাসিন্দাদের আবাসস্থলে থাকার অনুমতি দেওয়া হবে না।

স্থানীয় সময় ১৪ এপ্রিল (সোমবার) সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং হজ শেষ হওয়ার পর পর্যন্ত চলবে। এছাড়াও মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী, যাতে নির্দেশনা মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়।

১৪ এপ্রিল (সোমবার) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে সরকারের মতে, জননিরাপত্তা এবং হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিকদের এবং স্থানীয় বাসিন্দাদের এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হজ, যা প্রতিটি সচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার ফরজ। হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি সৌদি আরবে আসেন, তবে সবার নথি বৈধ থাকে না। অনেকেই অবৈধভাবে সৌদি প্রবেশ করেন এবং কিছু মানুষ স্থায়ীভাবে সেখানে থাকার চেষ্টা করেন।

সৌদি সরকার এসব অবৈধ অভিবাসী ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স