Thikana News
২২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

দুই লিওনেল যখন একসঙ্গে

দুই লিওনেল যখন একসঙ্গে লিওনেল মেসি ও লিওনেল রিচি
আশির দশকের জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী লিওনেল রিচি। লিওনেল রিচির নাম শুনে নিশ্চয়ই আপনার মাথায় এসেছে আরেকটি নাম। তিনিও বিখ্যাত একজন—লিওনেল মেসি। ভাবছেন, নামের এমন মিল কাকতাল কি না? মোটেই না। ছোট্ট মেসির নাম লিওনেল রিচির নামেই রেখেছিলেন তার মা সেলিয়া কুচ্চিতিনি।

ড্যান্সিং অন দ্য সিলিং, এন্ডলেস লাভ, স্টাক অন ইউ-র মতো জনপ্রিয় গানের তারকা ৭৫ বয়সী রিচি সঙ্গীত জগতের কিংবদন্তি। তার নামে অনেকেই হয়তো নাম রেখেছেন। তবে, মেসির মতো বিখ্যাত হতে পেরেছেন কজন? অথচ, মেসির সঙ্গে এত বছরেও দেখা হয়ে ওঠেনি রিচির।
অবশেষে অপেক্ষার পালা ফুরোলো। দুই লিওনেল দেখা পেলেন একে অপরের। ইন্টার মায়ামিতে খেলার সুবাদে মেসির আবাস এখন যুক্তরাষ্ট্রেই। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকাও স্বচক্ষে দেখে নিলেন সেই ব্যক্তিকে, যার নামে বিখ্যাত হয়েছেন নিজে।
 মেসির সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন রিচি। তিনি লিখেছেন— ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা হয়। তার মা আমার নামে তার নাম রেখেছিলেন। এখন আমরা এখানে একসঙ্গে। এত বছর পর দেখাটো সত্যিই বিশেষ কিছু।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স