Thikana News
২২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা

নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা ছবি : সংগৃহীত
ঐতিহ্য, আবেগ আর আনন্দের উৎসব নববর্ষ। বাংলাদেশের মানুষের কাছে নববর্ষ আসে খুশির বার্তা নিয়ে। ১৪ এপ্রিল (সোমবার) নতুন বছরকে বরণ করে নিতে গোটা দেশ মেতেছে উৎসবে। সেই খুশিতে শামিল হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে তারা।

ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বাংলাদশের ফুটবল ভক্তদের আনন্দের মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়েছে ফিফা। নববর্ষের মূল আকর্ষণ শোভাযাত্রা। ব্যানার, ফেস্টুনে বাঙালি সাজে আনন্দ সাজ। ফিফাও সেভাবেই বরণ করেছে বাংলা ১৪৩২ সালকে।

ফিফার ছবিতে দেখা যায়, ‘শুভ নববর্ষ ১৪৩২, এসো হে বৈশাখ, এসো এসো’ লেখা ব্যানার। মিছিলের পেছনে ফেস্টুন। আর ব্যানারের সামনে দাঁড়ানো দেশের ফুটবলের তারকারা। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, তারিক কাজীদের সঙ্গে আছেন আরও দুই ফুটবলার। সঙ্গে লাল-সবুজের পতাকা। ক্যাপশনে লিখেছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।’

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ ফিফার দেওয়া ছবিটিই পোস্ট করে জামাল লিখেছেন— ‘শুভ নববর্ষ, পহেলা বৈশাখ। ভালোবাসা, বাংলাদেশ।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স