Thikana News
২২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

অভিষেকেই দুরন্ত রিশাদ, প্রশংসায় পঞ্চমুখ লাহোর অধিনায়ক 

অভিষেকেই দুরন্ত রিশাদ, প্রশংসায় পঞ্চমুখ লাহোর অধিনায়ক  ছবি : সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচেই ভেলকি দেখিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানই রেখেছেন এই টাইগার বোলার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর।

অভিষেক ম্যাচেই এমন পারফর্ম করে প্রশংসায় ভাসছেন রিশাদ। ম্যাচ শেষে রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে টাইগার লেগ স্পিনারের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। টিম কম্বিনেশনের জন্যই হয়তো বাদ পড়েছিলেন তিনি। তবে অভিষেকেই এমন পারফরম্যান্সের পর রিশাদকে বাদ দেওয়া কিছুটা কঠিনই হবে শাহিনদের জন্য। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স