Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শিল্পে গ্যাসের দাম বাড়ল প্রতি ঘনমিটারে ১০ টাকা

শিল্পে গ্যাসের দাম বাড়ল প্রতি ঘনমিটারে ১০ টাকা ছবি : সংগৃহীত
শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা বা ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই দর চলতি এপ্রিলের বিল থেকেই কার্যকর হবে। ১৩ এপ্রিল (রবিবার) এক সংবাদ সম্মেলনে এই দাম বাড়ানোর দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

সংবাদ সম্মেলনে জালাল আহমেদ জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স