ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগের অজ্ঞাত নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।
মামলায় বাদী অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা আসামিরা মানুষের মধ্যে ভীতি সঞ্চারের জন্য এ জাতির ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ এর শোভাযাত্রা বানচালসহ দেশকে অস্থিতিশীল করতে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দক্ষিণ পাশের গেট-সংলগ্ন জায়গায় স্থাপিত প্যান্ডেলে প্রবেশ করে। এরপর তারা প্যান্ডেলের ভেতরে নির্মিত বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের মধ্যে দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম প্যান্ডেলের ভেতর আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দ্রুত পালিয়ে যান। ডিউটিরত থানা পুলিশসহ প্রক্টোরিয়াল টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফটি সম্পূর্ণভাবে এবং পাশে থাকা শান্তির প্রতীক কবুতরের মোটিফটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, চারুকলায় পুড়ে যাওয়া মোটিফে এক যুবককে আগুন দিতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট পরিহিত ওই যুবক আগুন দিয়ে পালিয়ে যান।
আগুনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি চারুকলা অনুষদের প্রাচীর টপকে গাছের নিচের অন্ধকারাচ্ছন্ন জায়গায় অবস্থান নেন। এরপর অনেকগুলো মোটিফের মধ্যে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ তরল পদার্থ জাতীয় কিছু ছিটিয়ে দেন। পরে এদিক-ওদিক তাকিয়ে সেগুলোতে আগুন লাগান।
ফুটেজে আরও দেখা যায়, মোটিফগুলোতে আগুন দেওয়ার পর ওই ব্যক্তি আবার আগের জায়গায় ফিরে এসে কিছুক্ষণ অবস্থান করেন। ভালো করে আগুন ধরেছে নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল ত্যাগ করেন।
ঠিকানা/এনআই