Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে টাকার সাথে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশকিছু চিঠি পাওয়া গেছে। তার মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লিখেছেন— ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই। সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও। ১২ এপ্রিল (শনিবার) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। পরে টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এ ছড়া আরও একটি চিঠিতে লেখা ছিল- ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়।’

এবার দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০০ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী ছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর আজ শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু করা হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স