Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘মার্চ ফর গাজা’য় অংশ নেওয়ার আহ্বান জানালেন আজহারী-আহমাদুল্লাহ

‘মার্চ ফর গাজা’য় অংশ নেওয়ার আহ্বান জানালেন আজহারী-আহমাদুল্লাহ ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে ১২ এপ্রিল (শনিবার) বিকেলে রাজধানীর সোহারাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এরই মধ্যে মূল অনুষ্ঠানস্থলে চলে এসেছেন কয়েক হাজার মানুষ।

এদিকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সবাইকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ১২ এপ্রিল (শনিবার) নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে এ আহ্বান জানান তারা। 

পোস্টে মিজানুর রহমান লিখেছেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সাথে নিয়ে।’ এ ছাড়া একই কথা লিখেছেন শায়খ আহমাদুল্লাহ।

তিনি লিখেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন সন্তানকে সাথে নিয়ে।’

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে এ কর্মসূচি পালিত হবে।

এদিকে এই কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া গোয়েন্দারাও সজাগ রয়েছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স