Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কামরাঙ্গীর চরে গণপিটুনিতে দুই যুবক নিহত

কামরাঙ্গীর চরে গণপিটুনিতে দুই যুবক নিহত ছবি সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীর চরে গণপিটুনিতে নাদিম ও মাসুদ  নামের দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে সিলেটিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীর চর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, বেশ কিছুদিন আগে চাঁদাবাজির ঘটনায় এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

তিনি জানান, বুধবার রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি-ধমকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে এলাকাবাসী তাদেরকে ঘিরে ফেলে গণধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামের একজন মারা যায়। আর দুজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পর নাদিম নামের একজনকে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত নাদিমের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। লালবাগ শহিদনগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম।
পরে নিহত মাসুদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স