Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গাজীপুরে বাটা শো-রুমে ভাংচুরের অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে বাটা শো-রুমে ভাংচুরের অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাটা শো-রুমে হামলার ঘটনায় অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ৭ এপ্রিল (সোমবার) রাতে মহানগরের গাছা থানায় মামলাটি দায়ের করেন বাটা শো রুমের ম্যানেজার তসলিম উদ্দিন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া চার জনকে পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার দুপুরে তৌহিদী জনতার ব্যানারে গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ শেষে বোর্ড বাজার এলাকার বাটা শো রুমসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় লোকজন। অভিযোগ উঠেছে, বিক্ষোভ শেষে ফিরে যাওয়ার সময় পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আক্রমণ করে বিক্ষোভকারীরা। তারা বোর্ড বাজারের বড় মসজিদের নিচতলায় স্থানীয় ফেরদৌস হোসেনের মালিকানাধীন বাটা জুতার শো রুমের সামনে সাইনবোর্ড ভেঙে ফেলে। একই মালিকের অন্য আরেকটি বাটা শো রুমের সামনের সাইনবোর্ডও ভেঙে ফেলে। এরপর মহাসড়কের পাশের তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল ও লবঙ্গ হোটেলের সামনের অংশে ভাংচুর চালায়। পরবর্তীকালে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাটা কোম্পানির ডিলার ফেরদৌস হোসেন বলেন, বিক্ষুব্ধ জনতা তার দোকানের সামনের সাইনবোর্ড ভাংচুর করেছে। তবে দোকানের ভেতরে যেতে পারেনি। এর আগেই আমরা দোকান বন্ধ করি। এরই মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সিয়াম খান অনিক, শিমুল আহামেদ শাওন, শাহীন আলম ও জয়নাল আবেদীন নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম সোমবার মধ্য রাতের পর গাছা থানায় সংবাদ সম্মেলন করে গ্রেফতার হওয়ার খবরটি সাংবাদিকদের জানান।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহে নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহামেদ শাওন (২০), নোয়াখালির সবুজ মিয়ার ছেলে সিয়াম খান অনিক (১৮), শরীয়তপুরের নাজিমুদ্দিন মোল্লার কান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন আলম (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেফতার হওয়া ৪ জনকেই ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাটা শো রুমের ম্যানেজার তসলিম উদ্দিন বাদী হয়ে সোমবার রাতেই ১ হাজার ২০০ অজ্ঞাত লোকের বিরুদ্ধে গাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, দোকানে হামলার ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত ও ইন্ধন দিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স