Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভবিষ্যৎ বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

ভবিষ্যৎ বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ ছবি : সংগৃহীত
ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ তৈরি করা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ। ৮ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন ‘স্বাধীনতার পর প্রথমবারের মতো, আমরা রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি পদ্ধতি তৈরির সুযোগ পেয়েছি। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই শেষ হবে, তাই কমিশন এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে চায়।’

সবার সঙ্গে আলোচনার পর একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যাপক রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় উপস্থিত ছিলেন—কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপুর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। সূত্র- বাসস

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স