বিএনপির ১৬ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। বিএনপির কারণেই ৮ আগস্ট নির্দলীয় একটি সরকার গঠিত হয়। তাই দলটি অন্তর্বর্তী সরকারকে ‘সর্বাঙ্গীন সহযোগিতা’ করে যাবে। এ অবস্থায় নির্বাচন ও সংস্কার- দুটি বিষয়কে মুখোমুখি দাঁড় করানো ‘অনাকাঙ্খিত’। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
৮ এপ্রিল মঙ্গলবার ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে অতিথি ছিলেন তিনি। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরাসরি সম্প্রচারিত এই আলোচনা অনুষ্ঠানে আরো কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন উপস্থাপিত টকশোটিতে দেশের সমসাময়িক রাজনীতি, নির্বাচন, সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করেন দুই অতিথি।
অন্তর্বর্তী সরকার দেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমন দাবি তুলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার একটি ধ্বংসস্তুপের মধ্যে দায়িত্ব নিয়েছিল। তাদের কাজে কিছু ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু এবার রমজান মাসে দ্রবমূল্য নিয়ে মানুষ যে স্বস্তিতে ছিল, বিগত সময়ে বাংলাদেশে কখনো আর দেখা যায়নি।
এনসিপি নেতাদের কেউ ড. ইউনূসকে পাঁচ বছর সরকারপ্রধান হিসেবে দেখতে চেয়েছেন, এটা কী দলটির অবস্থান? খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটা কোনোভাবেই দলীয় অবস্থান নয়। ব্যক্তিগত জায়গা থেকে কেউ নিজের আকাঙ্খার কথা জানাতেই পারেন। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতেই ছাত্ররা প্রাণ দিয়েছে।
“তবে পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা। ক্ষমতায় গিয়ে দেশকে ভালোভাবে চালাতে হলে সিস্টেম পরিবর্তন করতে হবে। সুন্দর সিস্টেম থাকলে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।”- যোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এনসিপি নিজেও ফ্যাসিবাদবিরোধী, গণতান্ত্রিক যে রাজনৈতিক আদর্শ, তা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিএনপি জাতীয় নির্বাচন আয়োজনে বেশি বেশি তাগিদ দিচ্ছে কেন- জানতে চাইলে দলটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক অন্যতম পরামর্শক ড. মাহদী আমিন বলেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, দেশের কোটি কোটি ভোটার যাতে তাদের পছন্দের দলকে নির্বাচিত করতে পারে। আর এভাবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে যাতে দেশের সংস্কার হয়।
“বিএনপি ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না। চাইলে ৮ আগস্টই আমরা সর্বদলীয় সরকারের মাধ্যমে ক্ষমতার অংশীদার হতে পারতাম।”- এমন কথা বলেন ড. মাহদী আমিন। তার দাবি, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, পুরোটাই জনকল্যাণের জন্য।


ঠিকানা রিপোর্ট


