Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারব, সময় লাগবে : ড. খলিলুর রহমান

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারব, সময় লাগবে : ড. খলিলুর রহমান ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আরাকান আর্মি সম্মত হয়েছে। আমরা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দিতে পারবো। তবে সময় লাগবে। ০৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে তিনি।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। তবে উভয় পক্ষকে এক টেবিলে বসাতে কাজ করছে জাতিসংঘ। 

ড. খলিলুর রহমান বলেন, ড. খলিলুর রহমান বলেন, আগামী ২ বছর বিমসটেক সভাপতির দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্তবাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। এতে শুধু সমুদ্রতীরের দেশ নয়, আরো অনেক দেশ উপকৃত হবে। তিনি বিমসটেককে একটি গতিশীল সংস্থা হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স