Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নিজ কার্যালয়ে খুলনা জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু

নিজ কার্যালয়ে খুলনা জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু ছবি সংগৃহীত
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল হক।

দুপুর ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তখন হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে পড়ে যান তিনি। দ্রুত সহকর্মীরা তাকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বিকেলে তার মরদেহ রাজশাহী জেলার পবা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে।

খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে রোববার সকালে শামসুল হক কাজে যোগ দেন। দুপুর ১২টার দিকে নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ চেয়ারে পড়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

সহকর্মীরা জানান, খুলনায় তিনি একাই থাকতেন। তার দুই স্ত্রী রয়েছে। একজন সাতক্ষীরায় এবং একজন ঢাকায় থাকেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স