রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।
দগ্ধ ব্যক্তিরা জানান, মার্কেট সংলগ্ন একটি টিনশেড ঘরে পাঁচজন বেলুনে গ্যাস ভরার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন লেগে যায়। এতে পাঁচজনই দগ্ধ হন। পরে তারা নিজেরা রিকশাযোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য যান।
ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক গণমাধ্যমকে জানিয়েছেন, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছে। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
ঠিকানা/এনআই