বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) থাইল্যান্ডের ব্যাঙ্ককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এ দ্বিপাক্ষিক বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৈঠকের একটি ছবি প্রধান উপদেষ্টার দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গেও বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন গত ২ এপ্রিল ব্যাঙ্ককে শুরু হয়েছে। এটি শেষ হবে ৪ এপ্রিল।
ঠিকানা/এএস