Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দ্য বিটলস ব্যান্ড নিয়ে সিনেমা, জানা গেলো অভিনেতাদের নাম

দ্য বিটলস ব্যান্ড নিয়ে সিনেমা, জানা গেলো অভিনেতাদের নাম ‘দ্য বিটলস’ ব্যান্ডটির বায়োপিক। ছবি: সংগৃহীত
ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প দেখা যাবে সিনেমার পর্দায়। অনেক দিন থেকেই জনপ্রিয় এ ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে সনি এন্টারটেইনমেন্ট। সম্প্রতি ঘোষণা এসেছে সিনেমাটিতে কারা অভিনয় করবেন তাদের নাম। 

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন উৎসবের মঞ্চে এসে পরিচালক স্যাম মেন্ডিস জানিয়ে দিলেন, একটি নয়, বিটলস ব্যান্ড নিয়ে চারটি সিনেমার পরিকল্পনা করেছেন তারা।

দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একেকটি সিনেমা। এতে জন লেননের চরিত্রে থাকবেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে অভিনয় করবেন ব্যারি কেওগান। সিনেমাকন উৎসবে এ চার অভিনেতাও হাজির হয়েছিলেন।

রক গানের ইতিহাসে দ্য বিটলস সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যান্ড। বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। 

এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়েছে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব।’ জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে মুক্তি পাবে এই চার সিনেমা।

ঠিকানা/এএস     

কমেন্ট বক্স