ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর রেলস্টশন এলাকায় ট্রেনের পাওয়ার কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল সোয়া এগারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে হঠাৎ করে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে আগুন লাগে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফাইয়ার সার্ভিস আসার আগেই বগিটি পুড়ে ছাই হয়ে যায়।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোনো যাত্রী আহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।
ঠিকানা/এএস