Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন। প্রোটিয়াদের সঙ্গে চার বছরের চুক্তি করলেই দুই বছর পূর্ণ করেই পদত্যাগ করলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১ এপ্রিল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ওয়াল্টার। তবে গুঞ্জন উঠেছে, দলের পারফর্মেন্স ভালো না হওয়ায় এবং নিউজিল্যান্ড থেকে ভ্রমণের চাপ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেন ওয়াল্টার। কোচ হিসেবে সফলই ছিলেন তিনি। তার অধীনে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে। এছাড়াও, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতেও খেলে প্রোটিয়ারা।

তবে দ্বিপাক্ষিক সিরিজে প্রোটিয়াদের পারফর্মেন্স হতাশাজনক ছিল। তার কোচিংয়ে সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি হারতে হয়েছে প্রোটিয়াদের, আর আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে তারা জিতেছে মাত্র একটি।

দক্ষিণ আফ্রিকার সামনে ব্যস্ত সূচি। জুলাইয়ে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। তারপর ২০২৬ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন ওয়াল্টারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড কাকে বেছে নেয়, সেটাই দেখার বিষয়।  

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স