Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাঁধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না : আমির খসরু 

গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাঁধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না : আমির খসরু  ছবি : সংগৃহীত
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কোনো বাঁধা-বিপত্তি নির্বাচনী হাওয়ার সামনে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনার মতো কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার এবং দখল করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে। 
১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগের বাসায় সাংবাদিকদের নিকট এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাঁধা সৃষ্টি করলে বিএনপি তা মানবে না, দেশ-জাতি জনগণের নির্বাচিত সংসদ চায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অনেক বছর পর এবার মুক্ত পরিবিশে সত্যিকারের উৎসব মুখর এবং এবং নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে। সবার মাঝে অতিরিক্ত আনন্দ বিরাজ করছে।তাই সর্বত্র বিএনপির নেতা-কর্মীসহ সবার মাঝে আনন্দ, উচ্ছাস বইছে।  

ঈদের পরদিন আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদিবাগের বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন। বিপুল নেতা-কর্মীর আপ্যায়নের ব্যবস্থা করা হয় তার বাড়ির আঙিনায়। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স