Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঐতিহাসিক শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির ঈদ নামাজ আদায়

ঐতিহাসিক শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির ঈদ নামাজ আদায় ছবি সংগৃহীত
এক মাস সিয়াম সাধনার পর উপমহাদেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার ৬ লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। গত বছর এই জামাতে ৫ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় দেশের বৃহৎ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, এবারের জামাতে ৬ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ঈদের জামাতে অংশ নিতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসেন। ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ দুটি ট্রেন মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছায়। সকাল নয়টার মধ্যেই পুরো ঈদগাহ ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়।

এবার দীর্ঘ ১৫ বছর পর জামাতের ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম ছিলেন হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

ঈদগাহ ময়দানে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ জামাতে অংশ নিতে গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ দেশের ৬৪ জেলা থেকে মুসল্লিরা আসেন। অনেকে আত্মীয়-স্বজনের বাড়িতে, আবাসিক হোটেলে, মসজিদে বা খোলা আকাশের নিচে রাত কাটিয়ে জামাতে অংশ নেন।

নিরাপত্তার জন্য প্রশাসন পাঁচ স্তরের ব্যবস্থা নেয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। নিরাপত্তা আরও জোরদারে সিসিটিভি ক্যামেরা, ছয়টি ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স