Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সৌদির সঙ্গে ঈদ উদ্‌যাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা

সৌদির সঙ্গে ঈদ উদ্‌যাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা ছবি সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদ্‌যাপন নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অন্তত ১৫টি জেলার প্রায় ৩০০ গ্রামে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে জানান তিনি।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে আমরা সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চাই।’

খালিদ হোসেন বলেন, ‘আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙি। দীর্ঘ দিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘ দিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স