Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গণতন্ত্রের নির্বিঘ্ন উত্তরণে বান কি মুনের পরামর্শ চেয়েছেন অধ্যাপক ইউনূস

গণতন্ত্রের নির্বিঘ্ন উত্তরণে বান কি মুনের পরামর্শ চেয়েছেন অধ্যাপক ইউনূস ছবি : সংগৃহীত
বাংলাদেশে গণতন্ত্রের নির্বিঘ্ন উত্তরণে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৭ মার্চ (বৃহস্পতিবার) চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস ও বান কি মুনের সাক্ষাৎ হয়। এ সাক্ষাতের তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

সাক্ষাতে বান কি মুনকে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা নতুন করে শুরু করতে চাই, আমাদের আপনার সমর্থন ও পরামর্শ দরকার। আমরা এখন একটি দারুণ সুযোগ পাচ্ছি।’

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন বান কি মুন। তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালো করবে।

বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দিয়েছেন মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেছেন, দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে। নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের জন্য স্বাধীন কমিশন করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে।

সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংগিউয়ের মধ্যেও সাক্ষাৎ হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স