Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ সিমন্স 

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ সিমন্স  ছবি : সংগৃহীত
ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ মার্চ (মঙ্গলবার) এক বার্তায় বোর্ড জানিয়েছে, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। 

ফিল সিমন্সকে গত বছরের অক্টোবরে জাতীয় দলের হেড কোচ করা হয়। চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হন তিনি। তবে তার সঙ্গে প্রাথমিকভাবে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি।

ওই টুর্নামেন্টের পরে বিসিবি থেকে জানানো হয়, হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তারই অংশ হিসেবে সিমন্সের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা আসল।

লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিমন্স, ‘লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার বিষয়টি অস্বীকার করা যাবে না। একসঙ্গে আমরা দারুণ কিছু অর্জন করতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। আমি এই যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।’ 

সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০০৪ সালে তিনি জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব নেন। পরবর্তীতে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে কাজ করেছন। দায়িত্ব সামলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স