দেশ বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ ও উস্কানিদাতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ধরনের তৎপরতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ কর্মকাণ্ড রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপরাধী ও অপরাধ কর্মকাণ্ডে জড়িত এবং দেশ বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ ও উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে।
স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে যেন থাকে সে বিষয়টি সভায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় বলে তুলে ধরেন উপদেষ্টা।
এ ক্ষেত্রে গোয়েন্দা নজরদারি, টহল বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সব কিছু নিরাপদ রাখতে, ঈদে বিশৃঙ্খলা এড়াতে আবাসিক হোটেল ও বস্তিতে অভিযান পরিচালিত হবে।
ঈদের সময় নিরাপত্তা নিশ্চিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা হবে সে বিষয়ে সার্বিক একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক ও নদী পথে শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তরে প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে তুলে ধরে তিনি বলেন, দূরপাল্লার গাড়ির জট নিরসনে টোল প্লাজাগুলোকে দ্রুততার সাথে কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ঈদের পূর্বের সাত দিন ও পরের সাত দিন সুনির্দিষ্ট পূর্ব তথ্য ব্যতীত আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সড়কের উপরে মোটরযান তথা যানবাহন না থামানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই সাথে নির্মাণ সামগ্রী বহনকারী ও লম্বা যানবাহন ঈদের পূর্বের তিনদিন এবং পরের তিনদিন যেন মহাসড়কে চলাচল করতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগে পাঁচ দিন ও পরে পাঁচ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া সড়ক, নৌ ও রেলপথে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত থাকার অনুরোধ
জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঠিকানা/এসআর