প্রায় এক বছর আগে অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর সবাইকে কৌতূহলী করে তুলেছিল, পরে অবশ্য তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা ছিল ছবি তোলার জন্য। এবার তার এক ফেইসবুক পোস্ট জন্ম দিয়েছে নতুন আলোচনার।
হঠাৎ করেই রবিবার এই চিত্রনায়িকার ফেইসবুক আইডিতে পোস্ট দেখা গেল 'গট ম্যারিড'। এটা দেখেই সোশাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে।
তবে কি ফের বিয়ে করলেন অপু বিশ্বাস? নাকি হ্যাকড হয়েছে তার ফেইসবুক আইডি? নেটিজনরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন, তার কিছু সময়ের মধ্যেই সেই পোস্টটি মুছে যায়। তবে এরই মধ্যে এর স্ক্রিনশট ছড়িয়ে যায় ফেইসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে।
এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস গ্লিটজকে বলেন, তিনি ভুল করে ওই পোস্ট দিয়ে ফেলেছিলেন।
“আমি ফেইসবুকে কিছু তথ্য আপডেট করতে গিয়ে এটি হয়েছে। ৫ মিনিটের মধ্যেই সেটি আমি ডিলেট করে দিয়েছি। কিন্তু স্ক্রিনশট ছড়িয়ে গেছে বলে অনেকে এখনও বিভ্রান্ত হয়ে আছেন। আমাকে অনেকেই ফোন করে জানতে চাইছেন হ্যাকড হয়েছে কি না? আসলে হ্যাকড হয়নি, ইচ্ছাকৃতও নয়। ভুলবশত এটি হয়েছে।"
অপু বিশ্বাসের বিয়ে হয়েছিল চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। তাদের একটি সন্তানও রয়েছে। তবে দুজনের বিচ্ছেদ হয়ে গেছে।
২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই বগুড়ার মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে জুটি গড়ে উঠে শাকিব খানের।
২০০৮ সালে সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ওই বছরের ১৮ এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের।
বিয়ের খবর টানা আট বছর গোপন রেখেছিলেন তারা। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন এবং জানান বিয়ের খবর।
বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেওয়া এই চিত্রনায়িকা বলেছিলেন, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।
পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে জানিয়েছিলেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়।
তখন গুঞ্জন ছিল, শাকিবের অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া দেখে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেছিলেন অপু।
এমন নানা আলোচনার মধ্যে ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু-শাকিবের। তখন থেকেই গুঞ্জন শোনা যায়, বুবলীর প্রেমে মজেছেন শাকিব।
দুই বছর আগে চিত্রনায়িকা বুবলী হঠাৎ ফেইসবুক পোস্টে এসে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীতে।
এবারও শাকিব অস্বীকার করেননি। তবে সম্প্রতি শাকিব জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেইঅ অন্যদিকে বুবলী বলছেন, তাদের বিচ্ছেদ হয়নি।
এর মধ্যে অপু ও বুবলীর একে অন্যকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন, যা আলোচনার খোরাক জুগিয়েছে।
এদিকে গত মাসে শাকিব-অপুকে ফের একসঙ্গে ঘুরতে দেখা যায় আমেরিকায়। তারপত গুঞ্জন উঠে ফের জোড়া লাগছে শাকিব-সংসার। তবে এ বিষয়ে দুজনই এখনও স্পষ্ট কিছু বলেননি।
ঠিকানা/এসআর


ঠিকানা অনলাইন


