Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘চালে’র ঝলকে মুগ্ধ দীপিকা

‘চালে’র ঝলকে মুগ্ধ দীপিকা
বলিউড তারকা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’র দ্বিতীয় গান ‘চালে’র টিজার প্রকাশ পেল। গানে শাহরুখ-নয়নতারার যুগলবন্দি দেখে মুগ্ধতা জানালেন দীপিকা পাড়ুকোন।

উচ্ছ্বাসিত হয়ে অভিনেত্রী লিখেছেন, “কী দারুণ!”

শনিবার রাতে ইনস্টাগ্রামে ‘চালে’র টিজার প্রকাশ করেন ‘বলিউড বাদশা’। আর সেই পোস্টের নিচেই নিজের ভালো লাগা প্রকাশ করেন শাহরুখের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটা দীপিকা।

রোমান্টিক ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাওয়ে। শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’ এর ‘বেশরংম রং’ গানটিতও কণ্ঠ দিয়েছিলেন এই দুই শিল্পী।

টিজারটি শেয়ার করে শাহরুখ লেখেন, “জওয়ানের ভালোবাসার গান এটি। ধীর-স্থির রোম্যান্টিক একটা গান। সোমবার মুক্তি পাবে ‘চালে’। তুমি ম্যাজিক্যাল অনিরুদ্ধ। ফারহাকে সবসময় ভালোবাসি। আর অরিজিৎ, তুমি পুরোপুরি একটা ভালোবাসা। শিল্পা, তোমার কন্ঠ ঐশ্বরিক। আর কুমারের লেখনি বরাবরের মতো অসাধারণ।”

সিনেমার নায়ক-নায়িকা এই গানের শুটিং সেরেছেন প্রায় এক মাস ব্যয় করে। গানে কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান।

‘জওয়ান’ এ শাহরুখের বিপরীতে এই প্রথম দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি, অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত। সিনেমায় ক্যমিও চরিত্রে দীপিকাও আছেন।

‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স