Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা ছবি সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে জোবায়ের হোসেন (৩৭) নামের এক ব্যবসায়ীকে দিনেদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর  সাড়ে ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

নিহত জোবায়ের গোলাম বাজার মজিদপাড়ায় নিজ বাড়িতে থাকতেন ও ইট–বালুর ব্যবসা করতেন। তার বাবার নাম মীর হাবিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গোলাম বাজারে নিজের ইট–বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের। দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ নেতা সোবাহান অর্ধশতাধিক লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরের গদিতে হামলা করেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। হামলাকারীরাও তার পেছনে পেছনে দৌড়ে তাকে কুপিয়ে জখম করে। পরে জোবায়ের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও তাকে কোপায় এবং দোকান থেকে বের করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এরপর এলাকায় ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা পালিয়ে যায়।

জানা গেছে, গোলাম বাজারের একটি জমি নিয়ে তাঁতী লীগের সাবেক সভাপতি ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মোল্লা ফারুকের সঙ্গে সেন্টু নামের এক ব্যক্তির বিরোধ চলছে। ওই জমিটি সেন্টু জোবায়েরকে দেখভালের দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। ওই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স