Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গুলশানে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গুলশানে ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা ছবি সংগৃহীত
রাজধানীর গুলশানে সুমন ওরফে কানা সুমনকে (৩৩) মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত নয়টার দিকে গুলশানে পুলিশ প্লাজার পাশে শুটিং ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

পুলিশ সুত্র জানায়, গুলির পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, গুলির পর ঘটনাস্থলেই সুমন মারা যান।

হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স