Thikana News
০৬ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

সিডিপ্যাপ নিয়ে মিথ্যা তথ্য, ব্যবস্থা নিচ্ছে ডিপার্টমেন্ট অব হেলথ

সিডিপ্যাপ নিয়ে মিথ্যা তথ্য, ব্যবস্থা নিচ্ছে ডিপার্টমেন্ট অব হেলথ
পিপিএলের সিডিপ্যাপ সেবাগ্রহীতাদের উদ্বুদ্ধ করার পরিবর্তে যারা রোগীকে লেক্সাতে নিচ্ছেন এবং সিডিপ্যাপ নিয়ে নানা কথা বলছেন, অপেক্ষা করতে বলছেন, কেস স্থানান্তরে উৎসাহিত করছেন না, বরং তাদের এজেন্সির অন্য কোনো প্রোগ্রামের অধীনে নিতে চাইছেন বা এমন কথা বলছেন যাতে আইনভঙ্গ হয়, এমন হোম কেয়ার এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব স্টেট।
সূত্র জানায়, সিডিপ্যাপ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে একাধিক হোম কেয়ারকে বিস্তারিত জানিয়ে নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব হেলথ থেকে চিঠি দেওয়া হয়েছে। যারা এসব ঘটনা ঘটিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত হবে। তদন্ত করার পর ব্যবস্থা নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সিডিপ্যাপ এবং পিএ অপারেটরদের মনে করিয়ে দেওয়া হচ্ছে, বিভাগটি লেক্সা এবং সিডিপ্যাপ নিয়ন্ত্রণকারী আইন এবং প্রবিধান কার্যকর করার জন্য তার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ব্যবহার করবে এবং এ ধরনের প্রয়োগকারী পদক্ষেপের মধ্যে এনওয়াইএস জনস্বাস্থ্য আইন ৩৬০৫-এ এর অধীনে অনুমোদিত লাইসেন্স প্রত্যাহারের জন্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাব্য মেডিকেড জালিয়াতির তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফারেল করা যেতে পারে, যা ক্ষতিপূরণ অথবা ভোক্তা জালিয়াতির সাপেক্ষে।
সিডিপ্যাপ সেবা যারা নিতে চান, আগামী ২৮ মার্চের মধ্যে তাদের কেস পিপিএলের অধীনে স্থানান্তর করতে হবে। এ জন্য রেজিস্ট্রেশন চলছে। যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, তাদের সেবা একই থাকবে। পিপিএলের অধীনে গেলে কারও কারও সিডিপ্যাপ সেবা থাকবে না বলে বিভিন্নভাবে তথ্য ছড়ানো হচ্ছে, এই তথ্য সঠিক নয়। কিছু কিছু হোম কেয়ার এজেন্সি মানুষকে ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ পেয়েছে নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব হেলথ। অভিযোগ পাওয়ার পর তারা বিভিন্ন এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে। তারা পিপিএলের বিষয়ে যেসব তথ্য দিচ্ছেন, সেসব তথ্য সঠিকভাবে দেওয়ার জন্য, কোনো ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য চিঠিতে বলা হয়েছে। তাদের যদি চিঠির বিষয়ে এবং তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু বলার থাকে, তাহলে তাদেকে নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব হেলথের লিগ্যাল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। চিঠিতে বিষয় উল্লেখ করা হয়েছে : বন্ধ করুন এবং বিরত থাকুন। ১০ মার্চ এই চিঠি ইস্যু করা হয়।
চিঠিতে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে :
১ স্টেটব্যাপী আর্থিক সংস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রাহকদের মিথ্যা তথ্য প্রদান করা মধ্যস্থতাকারী স্থানান্তর।
২. ব্যক্তিগত যত্ন সহকারী হওয়ার জন্য ন্যূনতম ৪০ ঘণ্টার প্রশিক্ষণ এবং মূল্যায়নের জন্য সম্ভাব্য ব্যক্তিগত যত্ন কর্মীদের কাছ থেকে ফি নেওয়া।
৩. 18 NYCRR 505.14 লঙ্ঘন করে, পিএদের মিথ্যাভাবে বলা যে তারা তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত যত্ন পরিষেবা (পিসিএস) প্রদান করতে পারে।
৪. প্রশিক্ষণ এবং অন্যান্য মূল্যায়ন, নিবন্ধন এবং ব্যাকগ্রাউন্ড চেকসহ পিসিএ প্রয়োজনীয়তা পূরণ না করেই পিএদের মিথ্যাভাবে বলা যে তারা PCS প্রদান করতে পারে।
৫. গ্রাহকদের মিথ্যাভাবে বলা যে ১ এপ্রিল ২০২৫ থেকে তারা আর সিডিপ্যাপ পরিষেবার জন্য যোগ্য নন অথবা
তাদের পিএ আর পিএ পরিষেবা প্রদানের জন্য যোগ্য হবেন না।

কমেন্ট বক্স