দেশ ও বিশ্ব মানতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত আদায়ের মধ্যদিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠান অব্যাহত রয়েছে। ইফতার মাহফিলকে কেন্দ্র করে কমিউনিটিতে চলছে সৌহার্দ্যরে মেলবন্ধন। গেল সপ্তাহে বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি আয়োজনে ইফতার হচ্ছে বাঙালি অধ্যুষিত প্রতিটি এলাকায়।
মসজিদগুলোতে ইফতারির পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে তারাবির নামাজে বিপুলসংখ্যক পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। ইফতার ইভেন্টগুলোতে অনেকটা উৎসব উৎসব পরিবেশ বিরাজ করছে কমিউনিটির সকলস্তরের মানুষের পদচারণায়।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস : বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র ইফতার ও দোয়া মাহফিল ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মোনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আব্দুর শহীদ, হাসান আলী, সাবেক সভাপতি মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও কাওছার চিশতী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসার শেখ আল মামুন, জাকির চৌধুরী সিপিএ, নারী নেত্রী মেহের চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুনেদ চৌধুরী, মির্জা মামুনুর রশিদ, মখন মিয়া, বেলাল ইসলাম, রেজা আব্দুল্লাহ, শফিকুর রহমান, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া এম আছকির, কবি আবু তাহের চৌধুরী, কবি মাসুম আহমেদ, কবি রীতা খানম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আফজল আলী, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
সংগঠনের সদস্যরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, প্রচার সম্পাদক মসনুর রহমান, সাদস্যিক সম্পাদক রুবেল সিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, কার্যকরী সদস্য মো. আবেদ হোসেন মোল্লা, আনোয়ার হোসেন ভূঁইয়া, চৌধুরী এম মুমিত তানিম এবং মোহাম্মদ মাসুদ বেগ।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু ইফতার মাহফিলে অংশ নেয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন উপদেষ্টা মো. ওয়াছি চৌধুরী, সাবেক কমিশনার কাজী দরবেশ মিয়া, শেখ আব্দুল আউয়াল, উপদেষ্টা কাজী সাব্বির আহমদ, সাবেক সভাপতি ইকবাল আনসারী, সাবেক সম্পাদক লিটন চৌধুরী।
পবিত্র কোরআন তেলওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসকারী প্রবীণ সামাজিক ব্যক্তিত্ব কাজী দরবেশ মিয়াকে হবিগঞ্জে সামাজিক কাজে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুর রহমান, সাংবাদিক শেখ শফিকুর রহমান, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের কোষাধ্যক্ষ মো. বসির মিয়া, মিনহাজ শরিফ রাসেল, মুকিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি মো. নাসির মিয়া, সহ-সভাপতি রায়হান চৌধুরী, সৈয়দ এ নোমান, শামছুল ইসলাম।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন মো. ফরহাদ উদ্দীন।
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক : গত ১৪ মার্চ জ্যাকসন হাইটসের ইটজি হালাল চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাড. মতিউর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক অ্যাড. আব্দুর রশিদের পরিচালনা ইফতার মাহফিলে মাওলানা অ্যাড. আশিক আহমদ খান দোয়া পরিচালনা করেন। এতে বিপুল সংখ্যক অ্যাটর্নি, আইনজীবী ও সমিতির সদস্যসহ সুধিমণ্ডলী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যথাক্রমে উপদেষ্টা অ্যাড. কাজী শামসুদ্দোহা, উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাড. নাসির উদ্দিন, অ্যাড. সৈয়দ নজরুল ইসলাম, অ্যার্টনি মনির মেহরান, সহ-সভাপতি ও সাবেক সম্পাদক অ্যাড. সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, উপদেষ্টা অ্যার্টনি মইন চৌধুরী, অ্যাড. আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতিকুর রহমান সাবু, অ্যাড. সাইদুর রহমান, সহ-সভাপতি অ্যাড. রুবিনা মান্নান, প্রচার সম্পাদক অ্যাড. জয়জিৎ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. রেদোয়ানা রাজ্জাক সেতু, যুগ্ম-সম্পাদক অ্যাড. সোনিয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. তাহমিনা আক্তার সুইটি, অ্যাড. মো. জহুর আলী, অ্যাড. ওয়ালি উল্ল্যাহ মারুফ, অ্যাড. জেসমিন খানম প্রমুখ।
ইফতারের পর সভাপতি অ্যাড. মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুর রশিদ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শেরপুর জেলা সমিতি : গত ১৫ মার্চ প্রবাসী শেরপুর জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল ব্রঙ্কসের মামুন টিউটোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাইছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইফতার মাহফিলে আহ্বায়ক সাংবাদিক মো. আবুল কাশেম, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী, সংগঠনের সাবেক সভাপতি ও ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মামুন রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপদেষ্টা মো. ফারুক মিয়া, সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু প্রমুখ। কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসাইন, উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ, সাংঠনিক সম্পাদক খন্দকার মেহেদি হাসান, মোঃ জহুরল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাসেল, গৌতম চক্রবর্তী মিন্টু, মোঃ রুপচাঁন মিয়া ও মাসুদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রাশেদ জামিল।
নারায়ণগঞ্জ জেলা সমিতি : যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা’র উদ্যোগে গত ১৫ মার্চ জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে ইফতার মাহফিলের আয়োজ করা হয়। এতে নিউইয়র্কপ্রবাসী বিপুলসংখ্যক নারায়ণগঞ্জবাসী পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।
ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে ক্রয়কৃত একশ’ কবর থেকে ৫৮টি কবরের মালিকানার কাগজ হস্তান্তর করা হয়। উল্লেখ্য, নিউজার্সির ফাউন্টেন লন মেমোরিয়াল পার্ক অ্যাসোসিয়েশন নামক কবরস্থানে এই কবরগুলো রয়েছে।
কয়েকজন কবর ক্রেতা এই অনুষ্ঠানে এসে সংগঠনের সাবেক সভাপতি মির্জা ফরিদ উদ্দিনের কাছ থেকে সত্যায়িত কাগজ গ্রহণ করেন।
মির্জা ফরিদ উদ্দিন জানান, সংগঠনের ব্যাংক একাউন্টে গচ্ছিত অর্থে কবরগুলো কেনা হয়েছিল এবং একাধিক প্রবাসী নারায়ণগঞ্জবাসীও কবর ক্রয় করেছিলেন। একশ’ কবরের মধ্যে এখন ৪২টি কবর অবিক্রিত রয়ে গেছে। এই কবরগুলো প্রবাসী নারায়ণগঞ্জবাসী ক্রয় বা ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে আরো কবর কেনার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি মোস্তফা জামাল টিটুর সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টিতে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোহসীন ও শামসুল আলম লিটন, সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু, লেখক ও সাংবাদিক দর্পণ কবীর প্রমুখ।
ইফতার পার্টিতে উপস্থিতিদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন- সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মোশতাক আহমেদ নিউটন, এসএম সায়েম মিঠু, রাফাত হোসেন, দোলন খন্দকার, আসিক শিকদার কবীর, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ননী, সংগঠনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মহসিন মাহমুদ ও যুগ্ম-সম্পাদক ডা. সাউদা সাবরিন পম্পি, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম আবিদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান মিঠু, কণ্ঠশিল্পী নিপা জামান, মহিলা সম্পাদিকা কোহিনূর আক্তার কলি, ফটোগ্রাফার হাবিবুল বাহার চৌধুরী, মিডিয়া কর্মী এম আজিজুল হক প্রমুখ।
এছাড়া সংগঠনের ইসি কমিটির নির্বাহী সদস্য ইমাম সৈয়দ হায়দার, একেএম ইকবাল, মোহাম্মদ ইমাম, আনিসুর রহমান ও নিপা আক্তার স্ব-পরিবারে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টি মূলত নারায়ণগঞ্জবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
‘৯৪ ইউএসএ : বাংলাদেশ থেকে বিভিন্ন হাইস্কুলে পড়ুয়া এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘৯৪ ইউএসএ’র উদ্যোগে এক ইফতার মাহফিল গত ১৫ মার্চ জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ৯৪ ইউএসএ’র বন্ধু এবং তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার মাহফিল হয়ে ওঠে মিলনমেলায়।
চৌমুহনী ক্লাব ইউএসএ : গত ১২ মার্চ ওজন পার্কের মদিনা পার্টি হলে চৌমুহনী ক্লাব ইউএসএ’র উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক মো. মোরশেদ আলম, সদস্য সচিব আব্দুল করিম, সদস্য তৌহিদুল ইসলাম রনি, মো. সাদ্দাম হোসেন, মো. ফারুক, মো জাকের, মো. দেলোয়ারসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএসএ ৯৭-৯৯ : বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করে আসা শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯-এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের কুইন্সের সাগর চাইনিজ রেস্তোরাঁয়।
অনুষ্ঠানটি সংগঠনের অ্যাডমিন শামস শাহরিয়ারের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়। রমজানের ইফতার পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান অ্যাডমিন জামিল সরোয়ার জনি।
ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা বন্ধু এবং তাদের পরিবার। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খন্দকার সুমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর শাহ মো. সাইফুল্লাহ ছিদ্দিকী।
অনেকদিন পর একে অন্যকে পেয়ে বন্ধুরা মেতে ওঠেন গল্প আর আড্ডায়। ইফতার এবং মাগরিবের নামাজের বিরতির পর ডিনার পরিবেশন করা হয় এবং পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দ্যরে মেলবন্ধন।
এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি : ১৭ মার্চ সোমবার নিউইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক এস্টেরিয়াবাসী সপরিবারে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি আবুল বাশার মিলন এবং পরিচালনা করেন যৌথভাবে সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ও গাজী এস জুয়েল। রমজানের আলোকে আলোচনা ও বিশেষ মোনাজাত করেন প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরি চান্দু।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা, সাবেক নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, নরসিংদী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, উপদেষ্টা হাজী আবদুর রহমান, উপদেষ্টা মফিজুল ইসলাম দুলাল, নরসিংদী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, গাজীপুর সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোমেন সরকার, আবুল খায়ের আকন্দ, মফিজুল ইসলাম রুমী, তোফায়েল আহমেদ ও মনিরুল ইসলাম।
ইফতার কমিটির আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, কার্যকরী কমিটি ও সদস্যদের ইফতারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগত অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল এম এম জিন্নাহ,মাহমুদুল হাসান ও মীর জাকির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান তুহিন, আমিনুল খান, ফারুক রফিকী, শাহীনুল হাসান, সহিদুল ইসলাম, হাসান খান পিটুল, সফিক, বিপ্লব, সেন্টু, ওয়ারেস আলী, তাহমিনা নুপুর, জেসমিন চৌধুরী, সোভা বেগম, সুরাইয়া বেগমসহ শতাধিক এস্টোরিয়াবাসী।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সি : গত ৯ মার্চ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নিউজার্সিস্থ মৌলভীবাজার জেলাবাসীর বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসে। ইফতারে বিপুলসংখ্যক মৌলবীবাজার জেলাবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশেনের সভাপতি মোহাম্মদ মহসিন সেলিম, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত, মসজিদ আল ফেরদৌসের সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন, কাউন্সিলম্যান শাহীন খালিক।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদ আল-ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, শাহজালাল-লতিফিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হামিদ, হাফেজ আলা উদ্দিন, মাওলানা মুবিন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি : গত ১২ মার্চ সন্ধ্যায় নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথজার্সি’র বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। ইফতারের আগে প্রবাস প্রজন্মের আম্মার চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
ইফতার মাহফিল শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি. সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ ও কাউন্সিল অ্যাট লার্জ প্রার্থী সোহেল আহমেদ।
সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নারীও অংশগ্রহণ করেন।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি : ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে বিশাল ইফতার মাহফিল গত ১৬ মার্চ রোববার সন্ধ্যায় ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টারের হাফেজ মওলানা রুহুল আমিন খান ও ইমাম শেখ তৌফিক আজিজ।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান জর্জ এনিমেল ক্রোচ সহ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন।
কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সি : গত ১৪ মার্চ প্যাটারসনের মসজিদ আল-ফেরদৌসে কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আনোয়ারুল চৌধুরী পারেকের পরিচালনায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ খালিদ আলী।
বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েল। মসজিদ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান মসজিদ কমিটির সাবেক সভাপতি ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী।
বিপুলসংখ্যক কুলাউড়াপ্রবাসীর উপস্থিতিতে আয়োজিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি হোসেন পাঠান বাচ্চু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাছুম চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম খান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল আউয়াল শিপার, আশফাকুর রহমান, শওকত আলী, নজরুল হক, শেখ মো. হাসান আলী প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুন নূর, মসজিদ আল-ফেরদৌসের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জলালী, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হামিদ, শিক্ষক হাফেজ আলাউদ্দিন, হাফেজ সৈয়দ খুবায়েব আলী।
ক্যালিফোর্নিয়া বিএনপি : প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৬ মার্চ নর্থ হলিউডের আরসি সিনিয়র সেন্টারে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির নবনির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। মাহফিলটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান। বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি আফজাল হোসেন শিকদার।
অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মুশফিকুল চৌধুরী খসরু, মাহবুবুর রহমান শাহীন, সাইফুল আনচারী চপল, মাহতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহীন, শামছুন খান লাকি, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহম্মেদ রাসেল, বদরুল আলম মাসুদ, লোকমান হোসেন, ইলিয়াস মিয়া, কামাল হোসেন তরুণ, মহিউদ্দিন বাবর, জন মোহন, সারোয়ার খান বাবলু, ওমর ফারুক মাসুম, সুমেন আহম্মেদ, আরিফুজ্জামান, সেলিনা খান মমপি, সারজিল বিন ইউসুফ, ওমর ফারুক টিটু, শাহারিয়ার রাহাত প্রমুখ।
বাংলা প্রেসক্লাব মিশিগান : বাংলা প্রেস ক্লাব মিশিগানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব অ্যান্ড কারি ক্যাফের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পরবর্তী সভায় সংগঠনের সহ-সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাবের ট্রেজারার সোলাইমান আল মাহমুদ। ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক ও চিন্ময় আচার্য, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও কামরুজ্জামান হেলাল, যুগ্ম-সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, ক্লাব সদস্য রফিকুল হাসান চৌধুরী তুহিন, সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার ও রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার নূর মিয়া।