Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

৭ বছর পর ফের নাবিলা 

৭ বছর পর ফের নাবিলা  টেলি-উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।





 
প্রায় ৭ বছর পর আবারও বিটিভি’র বিশেষ আয়োজন ‘আনন্দমেলা’র উপস্থাপনায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা। তাঁর সঙ্গে থাকবেন মামুনুন ইমন। ‘আনন্দমেলা’ বিটিভি’র ঈদুল ফিতরের একটি বিশেষ আয়োজন। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে এই  অনুষ্ঠান।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণ করা হবে। এর আগে ২০১৮ সালে ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেন নাবিলা। সেবার তার সঙ্গে ছিলেন সজল নূর।
এ বিষয়ে নাবিলা গণমাধ্যমকে বলেন, ‘বিটিভি’র কয়েকটি সিগনেচার অনুষ্ঠানের মধ্যে অন্যতম ‘আনন্দমেলা’। দীর্ঘসময় ধরে তারা অনুষ্ঠানটি করছে। এই অনুষ্ঠানের প্রতি দেশের মানুষের এখনও অনেক আগ্রহ। বিশেষকরে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও অনুষ্ঠানটি দেখার জন্য আগ্রহ দেখায়। তাই অনেক ভালো লাগছে।’  বলা দরকার, অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন নাবিলা। তবে এরপর তাকে সিনেমার চেয়ে নাটক বিশেষকরে উপস্থাপনায় নিয়মিত দেখা যায়। গতবছর শাকিব খানের বিপরীতে ‘তুফান’ মুক্তি পাওয়ার পর তার অভিনয় নতুন করে আলোচনার জন্ম দেয়।

সামনে মুক্তি পাবে নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’।

ঠিকানা/এসআর

 

কমেন্ট বক্স