Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

এআই মডেল দিয়ে তৈরি রোবট উন্মোচন করল ডিপমাইন্ড 

এআই মডেল দিয়ে তৈরি রোবট উন্মোচন করল ডিপমাইন্ড  সংগৃহীত
দুটি উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জুড়ে দেওয়া রোবট উন্মোচন করেছে গুগলের ডিপমাইন্ড। নির্মাতাদের দাবি, প্রশিক্ষণ ছাড়াই এ এআই মডেল ব্যবহার করে মানুষের যে কোনো কাজ করতে পারবে এসব রোবট।
‘জেমিনাই রোবোটিক্স’ ও ‘জেমিনাই রোবোটিক্স ইআর’ নামের দুটি এআই মডেল ব্যবহার করে রোবট তৈরি করেছে ডিপমাইড, যা এটিকে স্থানগত ও যুক্তির সক্ষমতা দেবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে এটি শারীরিক কার্যকলাপ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এসব রোবটের ভিডিওর এক সিরিজে দেখা গেছে, নতুন প্রযুক্তি দিয়ে তৈরি এসব রোবট বাস্তব দুনিয়ার বিভিন্ন কাজ করছে। যেমন– দুপুরের খাবার প্যাক করা, জুতার ফিতা বাঁধা ও বাসাবাড়ির নানা জিনিসপত্র পরিষ্কার করার মতো কাজ।

এআই এমন সক্ষমতার কাজও করতে পারে যা এখন পর্যন্ত মানুষের কাছে অকল্পনীয় ছিল। যেমন– অরিগামি তৈরি করা ও বাস্কেটবলকে ‘স্ল্যাম ডাঙ্ক’ করার পদ্ধতি বের করা, বিশেষ করে আগে কখনও বাস্কেটবল বা নেট না দেখেও।
ডিপমাইন্ড-এর রোবোটিক্স বিভাগের প্রধান ক্যারোলিনা প্যারাডা বলেছেন, বাস্তব জগতের মানুষের সঙ্গে মানিয়ে চলার জন্য এআইকে উপযোগী ও সহায়ক হতে হলে এদের আশপাশের বিশ্বকে বোঝা ও সাড়া দেওয়ার মতোই মানবিক সক্ষমতার হতে হবে। পাশাপাশি নিরাপদেও কাজ করতে হবে।

আমাদের এ দুটি মডেলই বিভিন্ন রোবটকে আগের চেয়েও বড় পরিসরে বাস্তব বিশ্বের নানা কাজ করতে সহায়তা করেছে... বিভিন্ন এআই মডেলের সক্ষমতা খুঁজে দেখতে ও বাস্তব দুনিয়ায় এদের প্রয়োগের পথ খুঁজে দেখতে এসব রোবটদের উন্নয়ন অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি আমরা।

শারীরিক কাজের পাশাপাশি এ নতুন এআই রোবটকে নৈতিক দিকনির্দেশনা দিয়েও তৈরি করেছে ডিপমাইন্ড, যা এ নতুন প্রযুক্তিটির ঝুঁকি কমিয়ে আনতে পারে বলে দাবি কোম্পানিটির।
ডেটাচালিত এ কাঠামোটি মানুষের স্বার্থে কাজ করার জন্য ‘একটি রোবটের আচরণকে কাজে লাগাতে’ ডিজাইন করেছে মার্কিন সার্চ জায়ান্টটি।

গুগলের ডিপমাইন্ড বলছে, আইজ্যাক আসিমভের রোবোটিক্সের তিনটি আইন থেকে অনুপ্রাণিত হয়ে এ রোবটটি তৈরি করেছেন তারা, যা ‘এএসআইএমওভি’ মডেল নামে পরিচিত এবং এখনও পর্যন্ত সবচেয়ে কার্যকর রোবট তৈরির মডেল এটি।
ড. পারাডা বলেছেন, এই কাঠামো মানুষকে এমন রোবট তৈরি, উন্নয়ন ও ব্যবহারের সুযোগ করে দেবে যা নিরাপদ ও মানবিক মূল্যবোধের সঙ্গে আরও বেশি মানিয়ে নেবে। শেষ পর্যন্ত নতুন এএসআইএমওভি ডেটাসেট বাস্তব বিশ্বের পরিস্থিতিতে রোবোটিক কার্যকলাপের বিভিন্ন সুরক্ষা প্রভাবও কঠোরভাবে পরিমাপ করতে সহায়তা করবে গবেষকদের।

গুগলের নতুন এ এআই মডেলের তৈরি রোবট বর্তমানে কেবল ‘পরীক্ষকদের’ জন্য পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে বস্টন ডায়নামিক্স ও অ্যাজাইল রোবট-এর মতো কোম্পানি।

ধারণা করা হচ্ছে, বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্যও তৈরি করা হবে এসব রোবট।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স