Thikana News
১৪ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পিআরপি চিকিৎসা নিয়েছেন মোস্তাফিজ, বিশ্রাম শেষে ফিরবেন ক্রিকেটে 

পিআরপি চিকিৎসা নিয়েছেন মোস্তাফিজ, বিশ্রাম শেষে ফিরবেন ক্রিকেটে  ছবি : সংগৃহীত
পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে এই টাইগার পেসারকে। বিশ্রাম শেষে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

পিআরপি চিকিৎসা হলো কোন ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। একে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ইনজেকশন বলা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছে, ‘মোস্তাফিজকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মোস্তাফিজ নতুন কোন ইনজুরিতে পড়েননি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’ 

ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে পারেন মোস্তাফিজ। শুরুতে ডিপিএলে পারিশ্রমিক জটিলতার কারণে দল পাননি তিনি। এছাড়া পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আইপিএলে খেলতে যাওয়ার গুঞ্জন আছে বাঁহাতি এই পেসারের।  

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক কর্মকর্তা বলেন, ‘তিনি (মোস্তাফিজ) কবে ফিট হন আগে দেখা যাক। আমরা তাকে বাজেটের মধ্যে পেলে দলে নেব।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স