Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব

প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব ছবি : সংগৃহীত
এই প্রথমবারের মতো ফিলিস্তিনি অঞ্চলের জন্য রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব। অনাবাসিক এই রাষ্ট্রদূত জেরুজালেমের কনসালে জেনারেল হিসেবেও কাজ করবেন। ১২ আগস্ট (শনিবার) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিনে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি।

এরই মধ্যে আল সুদাইরি আম্মানে ফিলিস্তিনি দূতাবাসে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। আল-এখবারিয়া নিউজ চ্যানেলে সম্প্রচারিত একটি ভিডিওতে, আল-সুদাইরি এই নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছেন, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ সালমান ফিলিস্তিন রাষ্ট্রের ভাইদের সঙ্গে সম্পর্ক জোরদার করার আকাঙ্খার ওপর গুরুত্ব দেয়।  

ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা আল-খালিদি এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। বার্তা সংস্থা ওয়াফাকে তিনি বলেছেন, এটি দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করতে অবদান রাখবে। দুই দেশ ও এর ভ্রাতৃপ্রতিম জনগণকে আরও কাছে আনবে। সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগের পদক্ষেপ এমন সময় নিল যখন ইজরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা চলছে। একই সঙ্গে ইসরায়েল চাইছে আরব আমিরাতের মতো সৌদির সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে।

তবে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে এখন আর খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। বরঞ্চ চলতি বছরে চীনের মধ্যস্ততায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে দেশটি। সূত্র : আরব নিউজ 


ঠিকানা/এম

কমেন্ট বক্স