Thikana News
১৮ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল ভারত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল ভারত ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের সুঁইডাঙ্গা এলাকার সীমান্ত লাগোয়া ভারতের অংশে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে আল-আমিনের (৩৬) মরদেহ ফেরত দেয় ভারত। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির  এ তথ্য নিশ্চিত করেছেন।  

রাত ৯টার দিকে বাংলাবান্ধার জিরো পয়েন্টে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, ভারতের জলপাইগুড়ি জেলার কোতয়ালি থানার পুলিশ, বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি-বিএসএফের উপস্থিতিতে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত আল আমিন পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

এর আগে গত ৮ মার্চ (শনিবার) নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভোরে আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল ভারত অংশে প্রবেশ করলে ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের দেখে ফেলে। এ সময় চোরাকারবারীরা আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফও গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন বিএসএফের গুলিতে নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স